লক্ষ্য এখন ব্লু-চিপ কম্পানি বাজারে আনা: ডিএসই চেয়ারম্যান


লক্ষ্য এখন ব্লু-চিপ কম্পানি বাজারে আনা: ডিএসই চেয়ারম্যান

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের পুঁজিবাজার বর্তমানে একটি পরিবর্তনশীল পর্যায়ে রয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক বাজেটে পুঁজিবাজারের জন্য নানা প্রণোদনা ঘোষণা করা হয়েছে, তবে বাজারে নতুন কোনো আইপিও না আসায় অর্থের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যা বাজারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

মোমিনুল ইসলাম বলেন, “অতীতে নিয়ন্ত্রক সংস্থার কিছু অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বাজারে বাধা সৃষ্টি করেছিল। তবে এখন আমাদের লক্ষ্য আরও বেশি ব্লু-চিপ কোম্পানিকে তালিকাভুক্ত করা। গত চার বছরে শীর্ষ ২০টি তালিকাভুক্ত কোম্পানি ধারাবাহিক প্রবৃদ্ধি দেখিয়েছে। এখানে দামের বিষয়টি নয়—সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেকসই উন্নয়ন।”

তিনি বুধবার (১৩ আগস্ট) রাজধানীর শেরাটন হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত সামিটে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনের প্রথমার্ধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানসহ আরও অনেকে।

সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতি-নির্ধারক ও বাজার বিশেষজ্ঞরা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×