ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত


March25 Naeem/naray-islami.jpg

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)-এর কেন্দ্রপ্রধান ও সহকারী কেন্দ্রপ্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মো. মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু ছাঈদ মো. ইদ্রিস।

কর্মশালায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ শাখাপ্রধান মোহাম্মদ সানাউল্লাহ এবং মূল বিষয়ের ওপর বক্তব্য দেন নারায়ণগঞ্জ সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসা. রূপালী খাতুন।

অনুষ্ঠানে ২৬০ জন কেন্দ্রপ্রধান ও সহকারী কেন্দ্রপ্রধানসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও আরডিএস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×