চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনে নতুন রেকর্ড


চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনে নতুন রেকর্ড

সদ্য সমাপ্ত ২০২৪-২০২৫ অর্থবছরে কনটেইনার পরিবহনে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। এসময়ে প্রায় ৩২ লাখ ৯৬ হাজার টিইইউস কনটেইনার পরিবহন করেছে চট্টগ্রাম বন্দর। ২০২৩-২০২৪ অর্থবছরের পুরো সময়ে ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস কনটেইনার পরিবাহিত হয় বন্দর দিয়ে। ২০২১-২০২২ অর্থবছরে রেকর্ড ৩২ লাখ ৫৫ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করে এ বন্দর।

৫ আগস্ট পরবর্তী ডলার–সংকট কাটিয়ে আমদানিও স্বাভাবিক হওয়ার পাশাপাশি রফতানি বৃদ্ধি পাওয়ার কারণে নতুন রেকর্ড সম্ভব হয়েছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের।

বন্দর কর্তৃপক্ষ বলছে, গত অর্থবছরে জুলাই আন্দোলন, কাস্টমসের শাটডাউন কর্মসূচি, ডিপোগুলোতে পরিবহন ধর্মঘটের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। অর্থবছরের শেষদিনেও কাস্টমসের শাটডাউন কর্মসূচির কারণে কনটেইনার পরিবহন করা যায়নি।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, বিগত অর্থবছরটা অস্থিরতার মধ্যদিয়ে কেটেছে। বছরের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলন শেষে কাস্টমসের শাটডাউন কর্মসূচির কারণে কিছুটা প্রভাব পড়েছে। শেষদিকে কাস্টমসের কর্মসূচি না থাকলে কনটেইনার পরিবহন আরও বাড়তো। তারপরেও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর আগের চেয়ে বেশি কনটেইনার পরিবহন করতে সমর্থ হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×