অসিত কুমার সাহা এবং জাহিদুল আলম স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক নির্বাচিত


March25 Naeem/ককক.jpg

জনাব অসিত কুমার সাহা এবং জনাব জাহিদুল আলম স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র পরিচালক নির্বাচিত হয়েছেন।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকের ৪০৩তম বোর্ড সভার সিদ্ধান্তক্রমে এবং গত ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে দু'জন ব্যাংকের পরিচালক পদে নির্বাচিত হন।

বিশিষ্ট উদ্যোক্তা জনাব অসিত এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এ.কে. সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, উত্তম অয়েল মিলস লিমিটেড এবং এন.জি. সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। 

এ ছাড়া তিনি সাহা স্টিল প্রোডাক্টস (প্রা.) লিমিটেড এবং নিউ বেঙ্গল ট্রেডিং কোং লিমিটেডের পরিচালক। জনাব অসিত সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে বি.কম (সম্মান) সম্পন্ন করেছেন। জনাব জাহিদুল মেসার্স সুপার ইলেক্ট্রনিক্স, মেসার্স রেডিওভিশন, জেপি সন্স এবং হোয়াইট র্যাবিটের ম্যানেজিং পার্টনার, হে অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং শুফলা মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর।

তিনি মিজুকি হাউসহোল্ড প্রোডাক্টস লিমিটেড এবং পিএএম কমপ্লেক্স প্রাইভেট লিমিটেডের পরিচালক। জনাব জাহিদুল আলম লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে বি.এসসি (সম্মান) সম্পন্ন করেছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×