নতুন মুদ্রানীতি ঘোষণা
জুনের মধ্যে মূল্যস্ফীতি নামবে ৭ থেকে ৮ শতাংশে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
/mansur-.webp)
নীতি সুদহার (১০ শতাংশ) অপরিবর্তিত রেখে চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলেও জানানো হয়েছে।
আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২২ অক্টোবর দেশের মুদ্রানীতির অন্যতম টুল নীতি সুদহার (ব্যাংক রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা হয়।
দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশ নেমে আসবে, চলতি অর্থবছর প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ২৫ শতাংশ।
গত ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯ দশমিক ৫ শতাংশ করে। গত ২৫ আগস্ট উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক।
পরে এটি ৯ দশমিক ৫ শতাংশ করা হয়। এর আগে ২০২২ সালের মে মাসে নীতি সুদহার ছিল ৫ শতাংশ। সেসময় থেকে এখন পর্যন্ত মোট ১০ বার বাড়ানো হয়েছে নীতি সুদহার।