এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে গ্রাহক আস্থা, পোর্টফোলিও ৪০০ কোটি টাকা ছাড়াল
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:৫১ পিএম, ০২ জুলাই ২০২৫

এনআরবি ব্যাংক পিএলসি’র ক্রেডিট কার্ড পোর্টফোলিও ৪০০ কোটি টাকা অতিক্রম করেছে যা ৪র্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে সবোর্চ্চ।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে তা উদযাপন করা হয়।
এ সময় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ কামরুল ইসলাম চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব শেখ মোঃ সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ফেরদৌস আরা বেগম এবং জনাব এস কে মতিউর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।