ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধন


Feb 2025/Brac Bank.jpg

ব্র্যাক ব্যাংক থেকে চাকরিচ্যুত ২ হাজার ৬৬৮ জন কর্মকর্তার চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ ব্যাংকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কর্মকর্তারা দাবি করেন, ব্যাংকের স্বেচ্ছাচারী নীতির কারণে তাদের অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২১-২০২৩ সালের মধ্যে ২ হাজার ৫৫৩ জন কর্মী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, যদিও ব্যাংক কর্তৃপক্ষ একে স্বেচ্ছায় পদত্যাগ বলে উল্লেখ করেছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ স্বেচ্ছাচারীভাবে এসব কর্মীকে চাকরি থেকে বাদ দিয়েছে। তদন্তের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তাদের পুনর্বহালের নির্দেশ দিলেও গত ১৬ মাসেও তা কার্যকর হয়নি।’

ব্র্যাক ব্যাংকের বনানী শাখার সাবেক কর্মকর্তা ফয়সাল বলেন, ‘ব্র্যাক ব্যাংকের স্লোগান হলো ‘আস্থা অবিচল’। কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র আমরা দেখছি। পুনর্বহালের ফাইল বাংলাদেশ ব্যাংকে আটকে আছে, আমরা পাঁচ বার চিঠি দিলেও কোনো সুরাহা হয়নি। এখন আমরা পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করছি।’

ভুক্তভোগীদের দাবিগুলো হল চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদান; ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; ভবিষ্যতে এ ধরনের অন্যায় প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রবর্তন ইত্যাদি।

মানববন্ধনে ভুক্তভোগীরা দ্রুত সরকারের হস্তক্ষেপ ও বাংলাদেশ ব্যাংকের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×