এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত


Jan 2025/NCC Business.jpg

সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসায় সম্পসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসির দুই দিনের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের হবিগঞ্জে দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে সম্প্রতি এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সম্মেলন উদ্বোধন করেন।
 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার বিশেষ ছিলেন। 

অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ 
মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বিগত বছরের অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য সকলকে অভিন্দন জানান। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ব্যাংকের ব্যবসায়ের পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমাদের আরো আন্তরিকতার সাথে সেবার মান অক্ষুন্ন রাখতে হবে এবং স্ব স্ব এলাকায় ব্যবসায়ের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে।’

আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
 
স্বাগত বক্তৃতায় এম. শামসুল আরেফিন ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচকের উন্নতির কথা তুলে বলেন, ‘বিগত বছরে ডলার সঙ্কট ও বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতি সত্বেও ব্যাংকের ঋণ, বিনিয়োগ, মোট সম্পদ, রেমিট্যান্স, বকেয়া ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে, তহবিল সংগ্রহ ব্যয় ও খেলাপি ঋণের পরিমাণ কমেছে। 

এছাড়া, সম্মেলনে চলতি বছরে ব্যাংকের বিভিন্ন ব্যবসায় কৌশল নিয়ে তিনি আলোচনা করেন।

ব্যাংকের পরিচালকরা আধুনিক তথ্য প্রযুক্তির অধিক ব্যবহারের মাধ্যমে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে ব্যাংকের ব্যবসায় বৃদ্ধির উপর জোর তাগিদ দেন; যাতে বিদ্যমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এনসিসি ব্যাংকের অবস্থান সুদৃঢ় থাকে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×