বাজারে ব্রয়লার মুরগির দাম বাড়ছে, বিপাকে ক্রেতারা


February 4 2025/ddddww.webp

রাজধানীর বাজারগুলোতে ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ২০ টাকা পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়, যেখানে গত সপ্তাহে এ দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা।

শুক্রবার (৪ জুলাই) রামপুরা ও আশেপাশের বাজার ঘুরে দেখা গেছে, দাম বাড়ার প্রবণতা এখনই থামছে না। তবে অন্যান্য মাংসের দামে কিছুটা স্থিতিশীলতা রয়েছে। যেমন, সোনালি মুরগি বর্তমানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ২২৫ থেকে ২৩০ টাকা। লেয়ার মুরগি মিলছে ২২০ থেকে ২৩০ টাকা কেজিতে, যা আগের সপ্তাহে ছিল ২৩০ থেকে ২৪০ টাকা।

অন্যদিকে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়।

ব্রয়লারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। রামপুরা বাজারে আসা আব্দুল আলিম বলেন, "ব্রয়লারই বেশি খাওয়া হয়, কারণ তুলনামূলকভাবে সস্তা। এখন সেটার দামও বেড়ে যাওয়ায় আমরা কষ্টে আছি। গরিব মানুষের জন্য এটা বড় সমস্যা।"

আরেক ক্রেতা মমিনুর রহমান জানান, "অন্যান্য মাংস সবসময়ই বেশি দামের, তাই ব্রয়লারই খেতাম। এখন তাও বাড়তি দামে কিনতে হচ্ছে।"

এ বিষয়ে মুরগি বিক্রেতা জুয়েল আহমেদ জানান, “ঈদের পর কিছুদিন ব্রয়লারের চাহিদা কম ছিল। এখন আবার বাড়ছে, তাই দামও কিছুটা বেড়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×