
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে আদালত দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাদের পুনরায় ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। আদালত শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত সোমবার (১৫ ডিসেম্বর) তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।
ঘটনার বিস্তারিত অনুযায়ী, গত ১২ ডিসেম্বর শহীদ হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের জন্য গেলে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে হাদিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাদির মরদেহ ১৯ ডিসেম্বর দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করে।
শনিবার দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের উপস্থিতিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ তার বড় ভাই আবু বকর সিদ্দিক পড়ান। এরপর বিশেষ নিরাপত্তার মধ্যে তার মরদেহ ঢাবি ক্যাম্পাসে নিয়ে গিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।