
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী কার্যকলাপের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে শুনানি আজ অনুষ্ঠিত হবে। জয়কে বাদ দিয়ে বাকি তিন আসামি হলেন সালমান এফ রহমান, আনিসুল হক এবং জুনাইদ আহমেদ পলক।
বুধবার (১৭ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শোনানি পরিচালনা করবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শোনানির আদেশ দেওয়া হয়। সেদিন সালমান ও আনিসুল হকের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, পলকের পক্ষে লিটন আহমেদ এবং প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল জয় ও পলক এবং সালমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, অন্য তিনজনকে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।
জয় ও পলকের মামলা একসাথে চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি পৃথক অভিযোগ আনা হয়েছে।