
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মস্তিষ্কের কার্যক্রম পুনরায় সক্রিয় করার জন্য অপারেশন দরকার। তার শরীরের অন্যান্য অঙ্গ এখনও সচল থাকলেও, এই গুরুত্বপূর্ণ চিকিৎসা শুরু করার আগে তার শারীরিক অবস্থা সম্পূর্ণভাবে স্থিতিশীল হওয়া জরুরি।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড - যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন।’
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনরায় স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।’
এর আগে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরপরই, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
ঘটনার দিন দুই দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুলি তার মাথার ডান দিক দিয়ে প্রবেশ করে বাম পাশে বের হয়েছে, তবে এর অংশবিশেষ এখনও ব্রেনে আছে।
পরিবারের সিদ্ধান্তে তাকে পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তার ভাই ওমর বিন হাদি এবং বন্ধু আমিনুল হাসান ফয়সাল।