
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তিনটি পৃথক মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ১৫ জন সেনা কর্মকর্তাকে, যাদের বিরুদ্ধে গুম ও নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। রোববার সকালে তাদের আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে পুরো ট্রাইব্যুনাল এলাকা ঘিরে নেয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
রোববার ১৪ ডিসেম্বর সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ মামলায় ১৩ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল-১। গত ৯ ডিসেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়।
এই মামলায় গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।
এদিকে র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। এ শুনানিতে অংশ নেবেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে গত ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এবং গুমের ভয়াবহ চিত্র তুলে ধরে বিচার শুরুর আবেদন জানান।
এই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে সাব-জেলে রয়েছেন ১০ জন সেনা কর্মকর্তা। পুলিশ তাদের ট্রাইব্যুনালে হাজির করেছে। তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, অবসরকালীন ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত ২৮টি হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত রয়েছে। গত ৬ ডিসেম্বর এ মামলায় চিফ প্রসিকিউটর ফরমাল চার্জ বিষয়ে শুনানি শেষ করেন। আজ আসামিপক্ষ ও স্টেট ডিফেন্সের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এ মামলায় রেদোয়ানুল ইসলামের পাশাপাশি অপর অভিযুক্ত হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম।
সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে হাইকোর্টের মূল ফটকে পুলিশ ও সেনাবাহিনীর কড়া পাহারা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল ফটকের দুই পাশে বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।