
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলি জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্ব-স্ব দলীয় প্রতীকের মাধ্যমে ভোটে অংশ নেওয়ার বিধানের বৈধতা নিয়ে জারি করা রুল হাইকোর্ট খারিজ করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এই রায়ের ফলে নির্বাচনী জোট গঠনের পরও প্রতিটি দলকে নিজ নিজ পার্টির প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকবে।
এদিকে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচনী জোটে সাধারণত যে দল নেতৃত্বে থাকে, অন্যান্য ছোট দলগুলোকে সেই নেতৃস্থানীয় দলের প্রতীকে ভোটে অংশ নিতে দেখা যেত। তবে কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রমও ঘটেছে।