
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আদালতের নতুন পদক্ষেপের নির্দেশ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে হাজির করতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ছাপানোর নির্দেশ দিয়েছে, যা মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে দেখা হচ্ছে।
বুধবার ১০ ডিসেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। একই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে জয়কে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। তিনি শুনানিতে জানান, এই মামলায় দুই আসামির একজন জয় পলাতক।
মামলার অপর আসামি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন এবং তাকে বুধবার আদালতে আনা হয়। তার আইনজীবী এম লিটন আহমেদ অভিযোগ করেন যে কারাগার কর্তৃপক্ষ আগে পলককে পরিবারের সঙ্গে দেখা করার ও টেলিফোনে কথা বলার সুযোগ দিলেও এখন আর দিচ্ছে না। তার ভাষায়, এটি হচ্ছে কারণ তিনি কারাগারে জয় বাংলা স্লোগান দেন এবং জাতীয় সংগীত গেয়ে থাকেন।
এই অভিযোগের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল জানায়, কারা আইন মেনে চলার বিষয়ে তারা একটি সাধারণ আদেশ দেবেন।
এর আগে ৪ ডিসেম্বর এই মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহ্মেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।