
জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের প্রথম দফা তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে দলের সদস্যসচিব আখতার হোসেন মোট ১২৫ জনকে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেন। এই তালিকায় তাসনিম জারাসহ ১৪ জন নারী প্রার্থী জায়গা পেয়েছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা–৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. তাসনিম জারা। ঢাকা–১২-তে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা–১৭-তে ডা. তাজনূভা জাবীন এবং ঢাকা–২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া নওগাঁ–৫ এ মনিরা শারমিন, সিরাজগঞ্জ–৩ এ দিলশানা পারুল, সিরাজগঞ্জ–৪ এ দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি–১ এ ডা. মাহমুদা আলম মিতু, ময়মনসিংহ–১১ এ তানহা শান্তা এবং ফরিদপুর–৩ এ সৈয়দা নীলিমা দোলা লড়বেন।
চাঁদপুর–২ আসনে ইশরাত জাহান বিন্দু, নোয়াখালী–৫ এ অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম–১০ এ সাগুফতা বুশরা মিশমা এবং খাগড়াছড়ি আসনে অ্যাডভোকেট মনজিলা সুলতানা মনোনয়ন পেয়েছেন।
এদিকে পুরুষ প্রার্থীদের মধ্যে ঢাকা–১ থেকে রাসেল আহমেদ, ঢাকা–১৮ থেকে নাসীরুদ্দিন পাটওয়ারী, ঢাকা–৪ থেকে জাহিদুল ইসলাম, ঢাকা–১১ থেকে নাহিদ ইসলাম, নরসিংদী–২ এ সারোয়ার তুষার এবং কুমিল্লা–৪ আসনে হাসনাত আবদুল্লাহকে এনসিপি প্রাথমিক মনোনয়ন দিয়েছে।