
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মরিচা গ্রামে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান বলেন, “ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে আমি ও আমার কর্মী ও অনুসারীরা এ সংগঠনে যোগদান করছি। একই সঙ্গে জামায়াতের সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের নির্বাচনি প্রচারণায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”
পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা অধ্যাপক শাহজাহান আলী, আশরাফুল আলম মোতালিব, আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “বিএনপি নেতাকর্মীদের দলবদল ও আমাদের দলে যোগদানের জন্য আমি তাদের স্বাগত জানাই। এখন আমরা সবাই মিলে মাঠে কাজ করছি। সবাইকে সহযোগিতা ও দোয়া কামনা করি।”