
রোহিঙ্গা শরনার্থীকে নাগরিক সনদ দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন এই তথ্য নিশ্চিত করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়েছে, তিনি প্যানেল চেয়ারম্যান-১ লিয়াকত আলী-এর সঙ্গে যোগসাজশে রোহিঙ্গা শরনার্থীকে নাগরিক সনদ প্রদান সংক্রান্ত অভিযোগে বিভিন্ন জাল নথি ও সনদ বই তৈরি করেন। এছাড়া অফিসের গোপন নথি অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের বাড়িতে স্থানান্তর করতে সহায়তা করার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ২০ অক্টোবর, রোহিঙ্গা নারীকে নাগরিক ও চারিত্রিক সনদ প্রদানের অভিযোগে লিয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ভদ্রঘাট ইউপিতে প্রশাসকের দায়িত্ব পান উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন রায়। পরে হাইকোর্ট লিয়াকত আলীর রিটে তিন মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করে, ফলে ১ জানুয়ারি থেকে তিনি পুনরায় প্যানেল চেয়ারম্যান-১ এর দায়িত্ব পালন করছেন।
এই বরখাস্তের পর প্রশাসনিক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জামতৈল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল কাশেমকে।