
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ চতুর্থ বারের মতো তারিখ পরিবর্তন করে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আগামী ৩ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আদালত এই দিন ধার্য করেন। মামলার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই চারবার পেছানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য নতুন দিন ধার্য করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার আগে ওসমান বিন হাদি-কে ১২ ডিসেম্বর পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় গুলি করা হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে এবং অবশেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় মারা যান।
মামলার প্রাথমিক অভিযোগ দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর। পরবর্তীতে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
এর আগে, ৬ জানুয়ারি ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। কিন্তু মামলার বাদী ১৫ জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে নারাজি আবেদন দিলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। নির্ধারিত সময়ে প্রতিবেদন না দাখিল হওয়ায় আদালত ২৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছিলেন।