
সরকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কে ভাগ করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বেবিচককে সরকারি পত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেবিচক এখন পর্যন্ত যুগপৎভাবে দুটি দায়িত্ব পালন করছে। একদিকে রেগুলেটর হিসেবে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা তদারকি করছে, অন্যদিকে অপারেটর হিসেবে এয়ার নেভিগেশন পরিষেবা প্রদান এবং বিমানবন্দরসমূহ পরিচালনা করছে। এতে রেগুলেটর ও অপারেটর হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা পরিচালিত অডিটেও বেবিচকের রেগুলেটর ও অপারেটর সত্তা আলাদা করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছিল। এছাড়া গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে বেবিচকের অপারেটর ও রেগুলেটর আলাদা করার সুপারিশ দেওয়া হয়েছিল।
এই প্রয়োজন পূরণের উদ্দেশ্যে সরকার বেবিচককে বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অতি সত্ত্বর প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন ও সংশোধনের মাধ্যমে পৃথক অপারেটর সংস্থা বিমানবন্দর পরিচালনা এবং এয়ার নেভিগেশন পরিষেবা প্রদান করবে। এতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে বেসামরিক বিমান পরিচালনার মানোন্নয়নও সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।