
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি আইনসঙ্গত বলে হাইকোর্টের রায় আসার পর বৃহস্পতিবার বন্দরে শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা আগামী শনিবার থেকে বন্দরে শাটডাউন কর্মসূচি পালন করার ঘোষণা দেন। তাঁদের পরিকল্পনা অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সিবিএর সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন কবির জানান, শনিবার অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে, আর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমও বন্ধ থাকবে। এই সময় পণ্য ওঠানামা, কনটেইনার হ্যান্ডলিং এবং জাহাজ থেকে পণ্য খালাসসহ সব কার্যক্রম স্থগিত থাকবে।
শ্রমিকদের মূল দাবি হলো—চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যানের অপসারণ, বর্তমান বন্দর বোর্ডকে অবৈধ ঘোষণা ও বাতিল, এবং চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা বা হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা।
এর আগে হাইকোর্ট একক বেঞ্চে রিট খারিজ (রুল ডিসচার্জ) করে বলেন, বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চলমান চুক্তি আইনসঙ্গত। বিচারপতি জাফর আহমেদ এই রায় দেন। এর মাধ্যমে হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠ মতে রিট খারিজের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
রিট আবেদনকারীর আইনজীবী আনোয়ার হোসেন জানান, আপিল বিভাগে রিট খারিজ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, “দুবাই সরকারের পক্ষে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) সমঝোতা স্মারক আইনগতভাবে বৈধ।”