
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন নাজিম উদ্দীন নাবিল।
বুধবার (২৮ জানুয়ারি) রাত প্রায় ১০টার দিকে চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি দলের সঙ্গে যুক্ত হন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।
নাবিল আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর চরম্বা ৩নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক এবং কক্সবাজার সমবায় সুপার মার্কেট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দেওয়া প্রসঙ্গে নাবিল বলেন, “দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর আমি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেখানে সততা, দেশপ্রেম ও আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির জাতীয়তাবাদী রাজনীতি আমাকে আকৃষ্ট করেছে। সেই বিশ্বাস থেকেই বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু বলেন, “মানুষ এখন নিজেদের ভুল বুঝতে শুরু করেছেন। দলে দলে মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ছায়াতলে বিএনপিতে যোগ দিচ্ছেন। নাজিম উদ্দীন নাবিলের যোগদান সেই ধারাবাহিকতারই অংশ। আশা করি আগামী দিনে আরও অনেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হবেন।”
উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ আসনে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।