
কুমিল্লা- ২, কুমিল্লা- ৭, কুমিল্লা- ৯ আসনে বিএনপির ভোট ব্যাংক দুই ভাগে বিভক্ত হলে সুযোগ নিতে পারে জামায়াত ও এনসিপি জোট ।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা জেলা প্রশাসক কার্যালয়ে থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় ।
কুমিল্লা- ২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেগম খালেদা জিয়ার এপিএস এমএ মতিন খাঁন পেয়েছেন তালা প্রতীক। এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। দলীয় নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নিজ উপজেলা মেঘনা। তিনি নির্বাচন করছেন হোমনা ও তিতাস উপজেলায়। বিএনপির বিদ্রোহী এম এ মতিনের বাড়ি বাড়ি তিতাস উপজেলায়। এমএ মতিন উনাকে ভাড়াটে প্রার্থী হিসেবে প্রচারণা করছেন। এই আসনে জামাতের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা রয়েছেন সুযোগের সন্ধানে ।
মনোনয়ন সংগ্রহ শেষে বিদ্রোহী প্রার্থী এমএ মতিন বলেন, হোমনা ও তিতাসের ইজ্জত রক্ষার্থে সবাই আমাকে তালা মার্কায় ভোট দিবে । অন্য উপজেলার প্রার্থীকে তারা মেনে নিতে পারছে না। ১২ ফেব্রুয়ারি বিকেল বেলা প্রতীক নয় ব্যক্তির বিজয় হবে।
কুমিল্লা- ৭ (চান্দিনা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম পেয়েছেন কলস মার্কা। এই আসনে বিএনপির প্রার্থী এলডিপি সাবেক মহাসচিব ড. রেদওয়ান আহমেদ । কলস প্রতীক পাওয়ার পর আতিকুল আলম শাওনের কর্মীরা বলেন, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে এলডিপির রেদওয়ান আহমেদ। এই আসনে বিএনপির নেতাকর্মীরা কলস মার্কাকে বিজয়ী করবে। এই আসনে জামাত ও এনসিপি জোটের প্রার্থী খেলাফত মজলিসের সোলেমান খান ।
কুমিল্লা- ৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা পেয়েছেন ফুটবল প্রতীক। এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। দুজন প্রার্থী জেলা প্রশাসক কার্যালয়ে থেকে প্রতীক নিয়েছেন ।
বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বামীরা আজিম দোলা বলেন, পথিক নয় লাকসাম্য মনোহরগঞ্জের মানুষ ব্যক্তি সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলাকে নির্বাচিত করবে। জনগণ ধানের শীষের প্রার্থী আবুল কালামকে চায় না। তারা আমাকে ভোট দেওয়ার জন্য ১২ তারিখের অপেক্ষায় আছে।