
কুষ্টিয়ার রামকৃষ্ণপুর মৌজার যুগিয়া বালুমহালে মঙ্গলবার ভোররাতে অস্ত্রধারীদের তীব্র গোলাগুলির কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং অপর একজনের হাতের অংশবিশেষ কেটে আহত হয়েছেন। তবে আহতদের খোঁজ এখনও পাওয়া যায়নি।
বুধবার (২১ জানুয়ারি) কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে গুলিবিদ্ধ হয়েছে কি-না তা স্পষ্ট নয়। আমরা দুটি গুলির খোসা এবং শটগানের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, যুগিয়া বালুমহালে বালু উত্তোলনের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল। সর্বোচ্চ দরদাতা হিসেবে বরাদ্দ পেয়েছে ‘বসির এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এলাকায় প্রভাবশালী একটি গোষ্ঠী শুরু থেকেই বালু উত্তোলনের বিরোধিতা করে আসছিল। বিরোধের জের ধরে মঙ্গলার ভোররাতে ৩টার দিকে অন্তত ১০–১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে একটি অস্ত্রধারী দল, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
ওসি জানান, “আহতদের খোঁজ নেওয়ার জন্য বিভিন্ন হাসপাতালে অনুসন্ধান করা হলেও তারা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নিচ্ছেন।”
এদিকে, কুষ্টিয়া মডেল থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাটিকে গুরুত্বসহকারে তদন্ত করছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।