
জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযানে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। বুধবার রাত ৮টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও দলের জ্যেষ্ঠ নেতারা রয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন, “জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে তারেক রহমান সিলেট এসেছেন। তিনি হয়রত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন।”
ঢাকার গুলশান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে সরাসরি তিনি হয়রত শাহজালাল (র.) মাজারে গমন করবেন। এরপর খাদিমনগরে হয়রত শাহপরানের মাজারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে প্রয়াত শ্বশুর মাহবুব আলী খানের বাড়িতে কিছু সময় অবস্থান করবেন। রাত যাপনের জন্য তিনি ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ থাকবেন।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “২০০৪ সালে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধনের সময় প্রথমবারের মতো তারেক রহমান শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। ২১ বছর পর তিনি দ্বিতীয়বার সেখানে যাচ্ছেন।”