
রেলক্রসিংয়ে মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল তিন জুট মিল শ্রমিকের। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান বিধ্বস্ত হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সুতাসি রেলক্রসিং এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের তথ্যমতে, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন ওই সময় সুতাসি রেলক্রসিং অতিক্রম করছিল। ঠিক তখনই ‘জনতা জুট মিল’-এর শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ উদ্ধার কাজে এগিয়ে এসে আহত ছয়জনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহত ও আহত সবাই বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে দুর্ঘটনার পরপরই তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।