
ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়ে মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার কেরানীর দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে রাকিবের নিকট একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেন ৬শ টাকা পাওনা ছিল। এ ঘটনার জের ধরে শনিবার বিকালে ক্রিকেট খেলতে গেলে রাকিব ও তামিমের মধ্যে ঝগড়া হয়। পরে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী দুইজনের ঝগড়া থামাতে গিয়ে তামিমকে চড়-থাপ্পর দেন।
এ ঘটনার সূত্র ধরে সন্ধ্যায় কেরানি দোকানে শাকিল মিস্ত্রী চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে টিভি দেখছিলেন। হঠাৎ তামিম পিছন থেকে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করলে শাকিল পড়ে যান। শাকিল ঘটনাস্থলেই বমি করে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। অবস্থার একেবারেই সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন।
এ ঘটনার ফলে নিহতের পিতা মোঃ ইউনুস বাদী হয়ে তামিমকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০২।
মামলার তদন্তকারী কর্মকর্তা, তজুমদ্দিন থানার এসআই আর এম জাকির হোসেন বলেন, আমাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এজাহারনামীয় আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। যতদ্রুত সম্ভব আসামী গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত বলেন, নিহত শাকিলের পিতা বাদী হয়ে তজুমদ্দিন থানায় তামিমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।