
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ঠিক আগের দিন রংপুরে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইনসংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদের ধরা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ বিকেল ৩টায় তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, "একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।"
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন যে তারা ডিজিটাল ডিভাইস সরবরাহের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং গুরুত্বপূর্ণ সূত্রও পাওয়া যাচ্ছে।
উপ-পুলিশ কমিশনার জানান, আটক ব্যক্তিদের সঙ্গে একটি বড় সিন্ডিকেটের সম্ভাব্য সংযোগ রয়েছে। তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের সঙ্গে অভিযান চালানো হবে।
এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিষয়ে পরীক্ষার্থীদের সতর্ক করেছে। তারা বলেছে, কোনো ধরনের দালাল বা প্রতারকচক্রের প্রলোভনে পড়ে টাকা লেনদেন করবেন না। এছাড়া, পরীক্ষার সব কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হওয়ার কারণে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।