
পাকিস্তানে শক্তিশালী ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা দেশটির রাজধানী ইসলামাবাদ এবং গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন অঞ্চলে কম্পন সৃষ্টি করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টায় ভূমিকম্পটি ঘটেছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী এলাকা এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে ছিল। সংস্থার তথ্য অনুযায়ী, এপিসেন্টার ও আশেপাশের এলাকায় কম্পনের মাত্রা ৬.১ পর্যন্ত পৌঁছেছিল।
এনএসএমসি আরও জানিয়েছে, কম্পনের মুহূর্তে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, শাংলা এবং বুনেরসহ বিভিন্ন শহরের বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। তবে এখন পর্যন্ত দেশব্যাপী কোনো হতাহতের বা ভৌত ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের পূর্ববর্তী বড় ভূমিকম্পটি ঘটেছিল ২০২৫ সালের ২১ অক্টোবর। ওই সময় ৫.৩ মাত্রার ভূমিকম্পে ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া এবং আজাদ জম্মু-কাশ্মির অঞ্চল কেঁপে উঠেছিল।
উল্লেখযোগ্যভাবে, মাত্র চার দিন আগে দেশটিতে ৫.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প ঘটে, যার এপিসেন্টার ছিল খাইবার পাখতুনখোয়া রাজ্যে।
সূত্র: জিও টিভি