
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, কেউ যদি প্রমাণ করতে পারে যে তিনি এক টাকাও ঘুষ নিয়েছেন, তিনি স্বেচ্ছায় চাকরি ছাড়বেন এবং যেকোনো শাস্তি মেনে নেবেন। তিনি আরও উল্লেখ করেন, “১০ কোটি নয়, ১০ হাজার কোটি টাকা দিয়েও সারওয়ার আলমকে কেনা সম্ভব নয়।”
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন ডিসি।
এর আগে বিএনপি নেতা এমএ মালিকের মনোনয়ন বৈধ ঘোষণা করার বিনিময়ে ১০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই প্রসঙ্গে ডিসি সারওয়ার আলম বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, নির্বাচনের সময়কালে কিছু মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।
ডিসি আরও জানান, যারা এই ধরনের মিথ্যা খবর ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে অনুরোধ করেন গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে।
তিনি বলেন, “আমার কাজের ধরন ও জীবনযাপন সম্পর্কে আপনারা সবাই কমবেশি জানেন। তাই আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শুধু মিথ্যাই নয়, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।”
শেষে ডিসি সারওয়ার আলম সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে জনগণকে সহযোগিতার আহ্বান জানান।