
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কারণে প্রায় আড়াই বছর আগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছিল।
বুধবার (৭ জানুয়ারি) তাদের পুনর্বহাল করেছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, হাবিবুর রহমান টিপু এবং হারুন অর রশিদ। ২০২৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে দলের নীতির বিরুদ্ধে অংশ নেওয়ায় তাদের মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপত্রে বলা হয়েছে, "ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।"