
ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক পোশাকশ্রমিককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২ জনের প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন এই আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।
আদালত পুলিশের পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, পুলিশ গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে বিচারক প্রত্যেকের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের তথ্যমতে, গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) ধরে নিয়ে মারধর করে হত্যা করা হয়। পরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে তাকে বিবস্ত্র অবস্থায় ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত দিপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি গত দুই বছর ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন।
এই ঘটনায় দিপুর ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-১৪ সাতজনকে এবং পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে।