
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় শ্রমিক সমন্বয়ক মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনায় যশোর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘটনায় জড়িতদের সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সুযোগ না দিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম শুরু করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। তিনি জানান, সকাল পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় প্রকাশ্যে মোতালেব শিকদারের ওপর গুলি চালানো হয়। এতে তার মাথার বাম পাশে (বাম কানে) আঘাত লাগে।
বিজিবি সূত্রে জানা যায়, হামলার পরই যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং কাঁটাতারের বেড়া না থাকা অংশগুলো সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও তৎপরভাবে চালানো হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “এনসিপি নেতার ওপর হামলায় জড়িত কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”