
রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই অবরোধের কারণে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ফার্মগেটের আশেপাশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল পুরোপুরি থামিয়ে দেন।
জানা গেছে, গত বুধবার (১০ ডিসেম্বর) ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সাকিবুল হাসান নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হন। সহপাঠীর হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ শুরু করেছেন।
শিক্ষার্থীদের এই আকস্মিক বিক্ষোভের কারণে ফার্মগেট ও আশেপাশের প্রধান সড়কগুলোতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।