
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
প্রাথমিকভাবে ঢাকার বাইপাইলে উৎপত্তিস্থল বলা হলেও পরে নিশ্চিত করা হয়, এই ভূমিকম্প নরসিংদীর পলাশে সংঘটিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, যেখানে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।
এর আগে, গতকাল (২১ নভেম্বর) নরসিংদীর মাধবদী থেকে উৎপন্ন আরও শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং এতে দেশে অন্তত ১০ জন নিহত হন।