
সিলেটে পেঁয়াজের বাজারে দিন দিন দাম বৃদ্ধির কারণে ক্রেতারা কষ্টে পড়েছেন। মাত্র এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬০–৭৫ টাকায়, এখন তা ১১০–১২০ টাকায় পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে অবৈধভাবে পেঁয়াজ ঢোকানোর ঘটনাও ধরা পড়েছে। গত দুই দিনে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে আসা সাড়ে ১৬ টন পেঁয়াজ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (০৮ নভেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি জানায়, পেঁয়াজের পাশাপাশি ১২ হাজার ১২০ কেজি টমেটোও জব্দ করা হয়েছে।
সিলেটের ব্যবসায়ীরা বলেন, “ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ তৈরি হয়েছে। বাজারে সরবরাহ চাহিদার তুলনায় কম হওয়ায় দাম বেড়েছে। তবে নতুন পেঁয়াজ মৌসুম শুরু হলে দাম আবার ক্রেতাদের নাগালে চলে আসবে।”
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম ও প্রতাপপুর বিওপির বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ২৬ হাজার ৫১০ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১২ হাজার ১২০ কেজি টমেটো জব্দ করেন। এসব পণ্য সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হচ্ছিল।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, “স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি না হয়, সেই লক্ষ্যেই সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। মাদকদ্রব্য, জাল টাকা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”