
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় জমি সংক্রান্ত বিবাদে দুই ভাইকে হত্যা করেছে তাদের চাচাতো ভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—ফোরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২০), যারা মৃত আবু তাহেরের সন্তান। আহত হয়েছেন ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম।
পরিবারের বক্তব্য অনুযায়ী, প্রায় ২০ বছর আগে আবু তাহের চাচা আব্দুল আউয়াল থেকে ১৭ হাজার টাকা ধার নেন। সেই সময় থেকে আউয়াল ও তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া আবু তাহেরের জমি দাবি করে আসছিল। সম্প্রতি দরবারের রায়ে বিচারকরা আবু তাহেরের পক্ষে রায় দেন।
শনিবার রিপন ও শিপন আবারও জমি দখল করতে গেলে বাধা প্রদান করায় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় ফোরা মিয়া, শাকিল মিয়া এবং ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম গুরুতর আহত হন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মনিরা বেগম বলেন, “আমার স্বামী ও দেবরকে তাদের চাচা আওয়াল ও তার ছেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। স্বামীর পেটের ভুরি বের করে দিয়েছে। আমার সন্তানদের এতিম করেছে, আমি তাদের ফাঁসির দাবি জানাই।”
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, “দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। একজন অল্প আহত হয়েছেন এবং চিকিৎসা দেওয়া হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র জানান, “জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় পরিস্থিতি আপাতত স্বাভাবিক। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।”
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।