ফ্ল্যাট, হোটেল ও ছাত্রাবাসে আ.লীগের কেউ থাকলে তথ্য দেওয়ার আহ্বান ডিএমপির
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:১৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর আবাসিক এলাকায় কোনো ধরনের কার্যকলাপে জড়িত থাকলে, বিশেষ করে ফ্ল্যাট, হোটেল বা ছাত্রাবাসে অবস্থান করলে, সেই সম্পর্কে আগাম তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার, ২৪ সেপ্টেম্বর বিকেলে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, "আমরা যদি আগাম তথ্য পাই, তাহলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা কার্যকরভাবে মোকাবিলা করতে এবং তাদের আইনের আওতায় আনতে পারব।"
রাজধানীর নিরাপত্তা রক্ষায় ডিএমপির নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি জানান, নিষিদ্ধ দলের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, "ফ্যাসিবাদের পতনের পরও তাদের অপতৎপরতা থেমে নেই। দেশ যখন স্বৈরাচারের থাবা থেকে স্থিতিশীল হয়ে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখনো অপতৎপরতা চালাচ্ছে, যা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।"
তিনি আরও জানান, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি তথ্যকেই গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং জনগণের সহযোগিতায় আগেভাগেই যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হবে।