তরুণ-তরুণীকে ঘরে আটকে রাতভর নির্যাতন, সকালে খুঁটিতে বেঁধে পিটুনি
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৩৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে পরকীয়ার সন্দেহে এক তরুণ ও তরুণীকে সারা রাত ঘরে আটকে নির্যাতনের পর সকালে প্রকাশ্যে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে এবং বাকি অভিযুক্তদের খুঁজছে।
পুলিশ ও ভুক্তভোগীদের দেওয়া তথ্যে জানা যায়, নির্যাতনের শিকার তরুণীর স্বামী কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, পার্শ্ববর্তী চারিয়া গ্রামের বাসিন্দা ওয়াহিদ (২৯) নামে এক তরুণের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
গত শনিবার রাতের দিকে অভিযুক্তরা ওই তরুণীর ঘরে ঢুকে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। এরপর ওয়াহিদকে ধরে এনে একই কক্ষে তাদের দু’জনকে আটকে রাখা হয়। সেখানেই রাতভর তাদের ওপর চলে নির্যাতন।
পরদিন সকালে তাদের বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধর করা হয়। স্থানীয় হাবিবুর রহমানকে মারধনার নেতৃত্ব দিতে দেখা যায়। তার সঙ্গে এক নারী কুলসুমসহ আরও কয়েকজনও এ নির্যাতনে অংশ নেন। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নির্যাতনের শিকার তরুণী বলেন, “শনিবার গভীর রাতে আসামিরা আমার ঘরে ঢুকে স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে যায়। এরপর ওয়াহিদকে ধরে এনে একই কক্ষে আমাদের আটকে রেখে রাতভর নির্যাতন করে। সকালে আবার আমাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে।”
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তরুণীকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার জানান, “তরুণী আশঙ্কামুক্ত হলেও আরও কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।” ওয়াহিদও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।
ওয়াহিদের বাবা মজলু মিয়া কটিয়াদী থানায় অভিযোগ করলে বুধবার পুলিশ কুলসুম ও বোরহান উদ্দিন নামে দুইজনকে গ্রেফতার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।”