৪ হাজার টাকা ‘চুরিকে’ কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:১৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামে ৪ হাজার টাকা চুরি নিয়ে বিরোধের জেরে সাজিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেলে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মারধরের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সাজিদুল তার ঘরের তোশকের নিচে ৬ হাজার টাকা রেখেছিলেন। বৃহস্পতিবার টাকাগুলো খুঁজতে গিয়ে দেখতে পান, সেখান থেকে ৪ হাজার টাকা নেই। বিষয়টি মাকে জানালে তিনি জানান, একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান কবির (২৫) ও বেলাল হোসেনের ছেলে নুরুন্নবী (২৮) তার ঘরে প্রবেশ করেছিল।
বিকেলে বিদ্যালয় মাঠে ওই দুজনকে দেখে সাজিদুল তাদের টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন। কথা কাটাকাটির একপর্যায়ে রায়হান ও নুরুন্নবী বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন সাজিদুল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দিনাজপুরে রেফার করার পথে তার অবস্থার অবনতি হলে তাকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।