নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, গুলিবিদ্ধ ৬


নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, গুলিবিদ্ধ ৬

নরসিংদীর আলোকবালীতে ভোরের আলো ফোটার আগেই রাজনৈতিক আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় বিএনপির দুটি বিবদমান গ্রুপ। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে সংঘর্ষটি ঘটে। এতে মুখোমুখি হয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরীর নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং একই কমিটির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার অনুসারীরা।

নিহত ব্যক্তি ইদন মিয়া (৫৫) মুরাদনগর গ্রামের বাসিন্দা। সংঘর্ষে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দুই গ্রুপের মধ্যে দলীয় নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার নিয়ে বিরোধ শুরু হয়। ধীরে ধীরে সেই বিভাজন তীব্র আকার ধারণ করে এবং বৃহস্পতিবার ভোরে তা সংঘর্ষে রূপ নেয়।

সূত্রে জানা যায়, নদী থেকে বালু উত্তোলন ও এলাকা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। রাজনৈতিক প্রভাব বিস্তার ও সংগঠন চালানোর পদ্ধতি নিয়েও একাধিকবার মতবিরোধে জড়ায় তারা। এ কারণে বিএনপির দলীয় কর্মসূচিতেও উভয় পক্ষ আলাদা অবস্থান নেয়।

সংঘর্ষের সময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ইদন মিয়া গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান। কমপক্ষে পাঁচজন আরও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, "ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×