রাজবাড়ীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার


রাজবাড়ীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় পুলিশের বিশেষ অভিযানে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতদের একজন পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওদুদ সরদার অতুর। তিনি পৌর এলাকার মৈশালা মৈত্রডাঙ্গী গ্রামের বাসিন্দা। অন্যজন হলেন হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, যিনি চরঝিকড়ী গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, “পুলিশের চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। আজ বুধবার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×