নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল


নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল অযাচিত শঙ্কা ছড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ তা সমর্থন করবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি দেখার সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

ফখরুল বলেন, ঠাকুরগাঁও বিএনপি আমার জন্য ব্যক্তিগতভাবে একটি ইমোশনাল বিষয়। বিএনপি প্রতিষ্ঠার পর এটি একটি শক্তিশালী সংগঠন ছিল। তবে এরশাদ সরকার আসার পর সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং আমাদের বিএনপি ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় আমরা দায়িত্ব গ্রহণ করি এবং ধীরে ধীরে কাজ করে এই সংগঠনকে পুনর্জীবিত করি। আজ এটি একটি বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছর আমরা সম্মেলনের সুযোগ পাইনি। সেই সময়ের ফ্যাসিস্ট শাসন ও নির্যাতনের কারণে নেতাকর্মীদের জেলে পাঠানো হয় এবং চরম দমন-পীড়নের মধ্য দিয়ে সংগঠনকে কাজ করতে হয়েছে। তবে এখন ঠাকুরগাঁও বিএনপি পুনরায় জেগে উঠেছে। তরুণ ও প্রবীণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামীকাল সম্মেলন সফল করার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মহাসচিব বলেন, সংগঠনের প্রাণ হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এটি ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য একটি আনন্দের বিষয় এবং নতুন দিগন্তের সূচনা করবে।

সভায় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×