মোংলায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার


মোংলায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্রসহ কামাল হাওলাদার (৪৫) নামে একজন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার মালগাজী এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৭.৬২ মডেলের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এবং এটি থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যেই ছিল।

জানা গেছে, কামাল হাওলাদার সম্প্রতি অনুষ্ঠিত চাঁদপাই ইউনিয়ন বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে নির্বাচনে পরাজিত হন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় একটি মামলা রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) তৌহিদুল আরিফ বলেন, “চট্টগ্রামের একটি মামলায় কামাল হাওলাদারকে সেখানকার মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নেওয়া হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×