চার্জে দেওয়া অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু


চার্জে দেওয়া অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - স্থানীয় মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) এবং তাদের মেয়ে আয়েশা খাতুন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশার মধ্যে রাখা একটি ব্যাগ নিতে গিয়ে হাওয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরও বলেন, মাকে বাঁচাতে গেলে মেয়ে আয়েশা খাতুনও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। ওসি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×