বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গণপিটুনি
- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৪০ পিএম, ২৩ আগস্ট ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে ফকিরহাট বাজারের পুরোনো গলিতে এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন—উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই এলাকার শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।
বাজারের মাংস বিক্রেতা সাইফুল ইসলাম ও নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম জানান, গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে সাইফুল ইসলামের বাড়িতে চুরি হয়। চুরির ঘটনায় চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে আব্দুল হালিম সহযোগিতা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে মাশরাফি ও জ্যাকিসহ কয়েকজন মিলে আব্দুল হালিমকে মারধর করেন এবং তার কাছে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নেন।
শনিবার সকালে স্থানীয় ব্যবসায়ী ও জনতা মাশরাফি ও জ্যাকিকে বাজারে দেখে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেন। স্থানীয়দের ভাষ্য, এ দুজনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাচ্চু শেখ নামে এক মাংস বিক্রেতা তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন। একইভাবে সাইফুল ইসলাম ও আব্দুল হালিমও পৃথকভাবে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ঘটনার পর স্থানীয় নারী-পুরুষেরা ফকিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে আটক দুই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফকিরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, “চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল রোববার (২৪ আগস্ট) তাঁদের আদালতে পাঠানো হবে।”