মাদ্রাসায় গভীর রাতে দুই ছাত্রীর অসুস্থ হয়ে মৃত্যুবরণ


মাদ্রাসায় গভীর রাতে দুই ছাত্রীর অসুস্থ হয়ে মৃত্যুবরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক হাফিজিয়া মাদ্রাসার দুই আবাসিক ছাত্রী গভীর রাতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। শুক্রবার রাতে হঠাৎ পেটব্যথা ও বমি শুরু হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) এবং বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০)। তারা ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী ছিল।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে—তাদের পেটে ব্যথা ও বমি হচ্ছিল। শিক্ষিকা সাহিদা খাতুন দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, “শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতে দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা আমরা জানি না।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল আলিম জানান, “ভোর ৪টার দিকে দুই ছাত্রীকে আনা হয়। এর মধ্যে জামিলাকে মৃত অবস্থায় পাই আমরা। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তানিয়ার অবস্থা খুবই খারাপ ছিল। তার পায়ের দিকে সামান্য ক্ষত ছিল, চিকিৎসা শুরুর আগেই সে মারা যায়। কোনও বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “ওই দুই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এখনও স্বজনদের অভিযোগ পাইনি আমরা।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×