সিলেটে পাথর লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

  • প্রকাশঃ ১১:১৪ এম, ১৬ আগস্ট ২০২৫

সিলেটে পাথর লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর চুরির ঘটনায় পুলিশ শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি।

পরে জানা যায়, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) মহা-পরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব অভিযোগ দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে পাথর চুরি অব্যাহত রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। এই পাথর উদ্ধারের জন্য জেলা প্রশাসন বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাত থেকে বিশেষ অভিযান শুরু করে, যা এখনও চলমান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×