রাউজানে তরুণের ঝুলন্ত মরদেহ, ঘরে মিলল চিরকুট


রাউজানে তরুণের ঝুলন্ত মরদেহ, ঘরে মিলল চিরকুট

চট্টগ্রামের রাউজানে ১৯ বছর বয়সী মেহেদি হাসান হৃদয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালারমুখ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মেহেদি রহমত পাড়া সংলগ্ন নঈম সওদাগর বাড়ির বাসিন্দা আবদুর রহিমের ছেলে। একাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করছিলেন।

পুলিশ জানায়, হৃদয়ের লেখা একটি চিরকুট উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল আমার মরার পেছনে কারো হাত নেই, আমি নিজ ইচ্ছায় ফাঁসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু, সবাই ভালো থেকো।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে মেহেদি ঘর থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে বালিশের নিচে মোবাইল ফোন ও চিরকুট রেখে যান। ধারণা করা হয়, তিনি পাশের রহমত পাড়ায় এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, তাই সেদিন রাতে খোঁজাখুঁজি করা হয়নি। সোমবার সকালে পরিবারের লোকজন চিরকুট ও মোবাইল ফোন পেয়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

স্থানীয়দের মতে, বিষয়টি আত্মহত্যা হতে পারে। তবে এর পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার চিরকুটের লেখার সঙ্গে পূর্বে পাওয়া নোটের মিল রয়েছে। তার ঘাড় ভাঙা অবস্থায় পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে উঁচু স্থান থেকে ফাঁস লাগিয়ে লাফ দেওয়ার ফলে এটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×