ইঁদুর মারার বিষ পান করে স্বামী-স্ত্রীর মৃত্যু


ইঁদুর মারার বিষ পান করে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের মর্মান্তিক পরিণতি হিসেবে ইঁদুর মারার বিষ খেয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। শনিবার (৯ আগস্ট) ভোররাতে মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহতদের পরিচয় জানা গেছে—তারা হলেন মানিক চন্দ্র রায় (৪০) এবং তার স্ত্রী সুবাসা রানী রায় (৩৫)। মানিক ওই এলাকার গোবিন্দ রায়ের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ে ইঁদুর নিধনের বিষ গ্রহণ করেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এরপর সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, “দাম্পত্য কলহের জেরে ইঁদুর মারার বিষ খাওয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×